চ্যাট জিপিটি ব্যাবহার করে মাসে ৩০ হাজার টাকা ইনকামের ৫টি সহজ উপায়

বর্তমান যুগে ঘরে বসে অনলাইনে আয় করার প্রবণতা দ্রুত বাড়ছে, আর সেই সুযোগ আরো সহজ করে দিয়েছে চ্যাট জিপিটি (ChatGPT)। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল। যার সাহায্যে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের কাজ দ্রুত সম্পন্ন করতে পারেন যেমনঃ লেখালেখি, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল প্রোডাক্ট তৈরিসহ অনেক কিছু।

চ্যাট-জিপিটি-ব্যাবহার-করে-মাসে-৩০-হাজার-টাকা-ইনকামের-৫টি-সহজ-উপায়
চ্যাট জিপিটি ব্যবহারের সুবিধা হল এটি দ্রুত কাজ করতে সাহায্য করে, আপনার সময় বাচায় এবং নানান বিষয়ে নিয়ে চিন্তা করার জন্য অসাধারণ আইডিয়া দেয়।অনেকেই এখন এই টুলস টির সাহায্যে প্রতি মাসে ৩০হাজার টাকা বা তার বেশি আয় করছেন একেবারে ঘরে বসেই।

পেজ সুচিপত্রঃ চ্যাট জিপিটি ব্যাবহার করে মাসে ৩০ হাজার টাকা ইনকামের ৫টি সহজ উপায় 

এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি চ্যাট জিপিটি ব্যবহার করে ৫টি সহজ ও বাস্তব উপায়, যেগুলো নতুনদের জন্য যথেষ্ট কার্যকর। আপনি যদি প্রযুক্তির সাহায্যে সহজভাবে আয় করতে চান, তাহলে এই গাইডটি আপনার জন্যই। চলুন তাহলে দেরি না করে জেনে নিই কিভাবে চ্যাট জিপিটি ব্যাবহার করে অনলাইনে ইনকামের একটি স্মার্ট পথ তৈরি করা যায়।

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে অভাবনীয় পরিবর্তন এনেছে। এরই ধারাবাহিকতায় চ্যাট জিপিটি একটি অসাধারণ টুলস হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, যা শুধু জ্ঞানের উৎস নয়, বরং ইনকামের একটি বাস্তব সুযোগও তৈরি করেছে। বিশেষ করে যারা ঘরে বসে অনলাইন থেকে আয় করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকরী মাধ্যম হতে পারে।

আরো পড়ুনঃ মাসে ৫ হাজার টাকা আয় করার সেরা ১০টি উপায় 

ChatGPT এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল যা মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে, কনটেন্ট লিখতে, ধারণা তৈরি করতে এবং বিভিন্ন কাজে সহায়তা করতে পারে। আপনি যদি এর কার্যকর ব্যবহার শিখে নিতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং, ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ইউটিউব স্ক্রিপ্ট তৈরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমনকি ডিজিটাল পণ্য তৈরির মতো বহু কাজ টি ব্যবহার করে তৈরি করে নিতে পারেন এবং মাসে কমপক্ষে ৩০ হাজার টাকা বা তার বেশি ইনকাম করতে পারবেন। 

এই আর্টিকেলে আমরা জানব চ্যাট জিপিটি ChatGPT  ব্যবহার করে কিভাবে ঘরে বসে সহজ কিছু উপায়ে আয় করা যায় কি কি দক্ষতা থাকা দরকার কোন কোন প্লাটফর্মে কাজ পাওয়া যায় এবং কিভাবে একজন একেবারে নতুন মানুষও ধাপে ধাপে আয় শুরু করতে পারবেন। সহজ ভাষায়, বাস্তব উদাহরণসহ প্রতিটি উপায় তুলে ধরা হবে যেন আপনি নিজেই অনুপ্রাণিত হয়ে কাজে নামতে পারেন। 

চ্যাট জিপিটি কি ও এর সংক্ষিপ্ত ইতিহাস

চ্যাট জিপিটি (ChatGPT) হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল যা মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে, লেখা তৈরিতে এবং কথোপকথন চালাতে পারে। এটি গবেষণা করছে OpenAI নামের একটি গবেষণা প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো মানুষের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা। 

চ্যাট জিপিটি মূলত GPT (Generativ Pre-trained Transformer) নামক মডেলের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে ।GPT মডেলকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যেন এটি ইন্টারনেট মাধ্যমে বিপুল পরিমাণ লেখা পড়ে ভাষা বুঝে ও তৈরি করতে পারে খুব দ্রুতো সময়ের মধ্যে।

সংক্ষিপ্ত ইতিহাস

চ্যাট জিপিটির যাত্রা শুরু হয় OpenAI এর গবেষণার মাধ্যমে। ২০১৮ সালে তারা প্রথম প্রকাশ করে GPT-1 যা ছিল একটি প্রাথমিক ভাষা মডেল। এরপর ২০১৯ সালে আসে GPT-2  যেটি আরো উন্নত এবং বড় ডেটাসেটে প্রশিক্ষিত হলেও এর সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কার শুরুতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। ২০২০ সালে OpenAI প্রকাশ করে GPT-3 যা ১৭৫ বিলিয়ন প্যারামিটার নিয়ে সবচেয়ে শক্তিশালী ভাষা মডেল হিসেবে বিবেচিত হয়। 
এরপর ২০২২ সালে এর উপর ভিত্তি করে চ্যাট জিপিটি (ChatGPT) নামে একটি ব্যবহার বান্ধব চ্যাটবট আকারের মডেল টি পরিচিতি পায়। এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বব্যাপী। ২০২৩ ও ২০২৪ সালে উন্নত সংস্কারক GPT-4 এবং GPT-4.0 উন্মুক্ত করা হয়, যেগুলো আরো দ্রুত, দুঃখ ও মানুষের মতো প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম। এ ধারাবাহিক উন্নতির মধ্য দিয়ে চ্যাট জিপিটি হয়ে উঠেছে আধুনিক যুগের এক যুগান্তকারী টুলস হিসেবে।

ChatGPT দিয়ে আর্টিকেল লিখে ইনকাম

বর্তমান অনলাইন দুনিয়ায় কনটেন্টটি রাজা। ব্লগ, ওয়েবসাইট, নিউজ পোর্টাল, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই ভালো কনটেন্ট বা আর্টিকেলের চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদাকে পুজি করে আপনি চ্যাট জিপিটির ব্যবহার করে ঘরে বসেই সহজেই আয় শুরু করতে পারেন। বিশেষ করে যারা কনটেন্ট রাইটিং এ আগ্রহী, কিন্তু লেখার ধরন একদমই প্রফেশনাল পর্যায়ে নয় তাদের জন্য চ্যাট জিপিটি হতে পারে দারুন একটি সমাধান। 

কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখা যায়

বিষয় নির্বাচন করুনঃ প্রথমে আপনি কি বিষয়ে আর্টিকেল লিখবেন সেটি ঠিক করুন। যেমনঃ স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং, ঘরোয়া টিপস ইত্যাদি।
চ্যাট জিপিটিকে নির্দেশ দিনঃ নির্দিষ্ট ও স্পষ্ট প্রম্পট দিন। যেমন, ওজন কমানোর ঘরোয়া উপায় নিয়ে ১০০০+ শব্দের মধ্যে একটি আর্টিকেল লিখে দাও, সহজ ভাষায়।
প্রথম ড্রাফট তৈরি করুনঃ চ্যাট জিপিটি আপনার নির্দেশ অনুযায়ী একটি সম্পূর্ণ আর্টিকেল লিখে দেবে। আপনি চাইলে নিজের ইচ্ছামতন সেই লেখার ফরমেট নির্ধারণ করে নিতে পারেন। 

ChatGPT ব্যবহার করে আর্টিকেল লিখে ইনকাম করা এখন আর কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু একটু পরিকল্পনা,সঠিক পরীশ্রম, ধৈর্য, আর সঠিক দিক নির্দেশনার। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন এবং সময় দেন, তাহলে খুব সহজেই মাসে ৩০হাজার বা তার বেশি ইনকাম সম্ভব। প্রযুক্তিকে কাজে লাগিয়েই নিজের দক্ষতাকে বিকাশিত করুন। এটাই সফলতার মূল মন্ত্র। 

ইউটিউবে স্ক্রিপ্ট রাইটিং করে ইনকাম

বর্তমান সময়ে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যমে নয়, বরং এটি একটি বড় মাপের আয়ের প্ল্যাটফর্মেও পরিণত হয়েছে। প্রতিদিন লাখ লাখ নতুন ভিডিও আপলোড হচ্ছে এবং প্রতিটি ভিডিওর পেছনে থাকে একটি সুন্দর পরিকল্পিত স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট লেখার কাজটি অনেক ইউটিউবার নিজে না করে ফ্রিল্যান্সার দিয়ে করিয়ে থাকেন। ঠিক এখানে আপনি ChatGPT ব্যবহার করে একটি লাভজনক রাইটার হিসেবে আই শুরু করতে পারেন একদম ঘরে বসে। 
ইউটিউবে-স্ক্রিপ্ট-রাইটিং-করে-ইনকাম

কিভাবে ChatGPT দিয়ে ইউটিউবে স্ক্রিপ্ট লেখা যায়

  • চ্যানেলের ধরন বুঝে বিভিন্ন রকম, যেমনঃ ব্লগ, তথ্যভিত্তিক, শিক্ষামূলক, বিনোদন, রহস্যময় কল্পকাহিনী ইত্যাদি। প্রথমেই বুঝে নিন ক্লায়েন্ট বা চ্যানেলটির কনটেন্ট কেমন।
  • ভালো একটি প্রম্পট তৈরি করুন আপনি কি ধরনের ট্রিপ চান। যেমন উদাহরণস্বরূপ "বাংলাদেশের পাঁচটি ভয়ংকর নদী নিয়ে পাঁচ মিনিটের ইউটিউব লেখ গল্পের মত করে এবং সহজ ভাষায়।" 
  • চ্যাট জিপিটি যেই স্ক্রিপ্ট দিবে তা কিছুটা নিজের মতো করে এডিট করে নিন মান বজায় রাখতে এবং মানবিক ছোঁয়া আনতে।
  • আপনি চাইলে নিজের চ্যানেলের জন্য চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও বানাতে পারেন ও উক্ত ভিডিও থেকে আয় করতে পারেন।
  • বিভিন্ন কনটেন্ট এজেন্সির সাথে কাজ করে টাকা ইনকাম করতে পারেন অনেক ডিজিটাল এজেন্সি ইউটিউবে জন্য রেগুলার তিপ রাইটার খোঁজে তাদের সাথে চুক্তিতে মাসিক আয় করা সম্ভব।
চ্যাট জিপিটি ব্যবহার করে ইউটিউব এর স্ক্রিপ্ট লেখার কাজে সত্যিই সময় ও পরীশ্রম দুটোই লাঘব করে। এ দক্ষতা অর্জন করে আপনি ঘরে বসেই ইনকামের নতুন ধার খুলে দিতে পারেন। নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা আর ধৈর্য থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম সোর্স। 

ই-বুক রাইটিং করে আয়

বর্তমানে অনলাইন ইনকামের জগতে একটি জনপ্রিয় এবং টেকসই মাধ্যম হলো ই-বুক রাইটিং। আপনি যদি লেখালেখি পছন্দ করেন বা কোন বিষয়ে ভালো ধারণা থাকে, তাহলে চ্যাট জিপিটির সাহায্যে খুব সহজে একটি মানসম্মত ই-বুক তৈরি করে আয় করতে পারেন। 

ই-বুক রাইটিং কি 

ই-বুক বা ইলেকট্রনিক বুক হলো এমন একটি ডিজিটাল বই যা আপনি চাইলে মোবাইল, কম্পিউটার বা ট্যাবলেট এর মাধ্যমে পড়তে পারেন। এটি মূলত PDF, EPUB বা MOBI ফরম্যাটে হয়ে থাকে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করা যায়। ও ওয়ে মাধ্যমে আয় করা যায়।

চ্যাট জিপিটি ChatGPT দিয়ে কিভাবে ই-বুক লেখা যায়

ChatGPT একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখার সহকারী। এটি দিয়ে আপনি যেকোনো বিষয়ে সহধের কনটেন্ট তৈরি করতে পারবেন। নিজে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলোঃ 
প্রথমে এমন একটি টপিক নির্বাচন করুন যেটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এবং আপনারও কিছুটা ধারণা আছে। যেমনঃ
  • ওজন কমানোর টিপস
  • অনলাইন ইনকামের গাইড
  • ফ্রিল্যান্সিং শেখা
  • ব্যক্তিত্ব উন্নয়ন
  • ছাত্র-ছাত্রীদের জন্য পড়ার কৌশল
এরপর চ্যাট জিপিটিকে বলুন একটি ই-বুকের জন্য অধ্যায় ভিত্তিক টপিক সাজাও টাইটেল "ঘরে বসে অনলাইনে আয়"তারপর চ্যাট জিপিটি আপনাকে একটি পরিপাটি অধ্যায়ভিতে গাইড দিয়ে দিবে।
প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে চ্যাট জিপিটিকে নির্দেশ দিন। এভাবে পুরো বইয়ের খসড়া তৈরি করে নিতে পারেন।

ই-বুক থেকে আয় করার পদ্ধতি

  • ই-বুক লেখার পর সেটিকে বিক্রি করার জন্য নিচের মাধ্যমগুলো সবচেয়ে জনপ্রিয়। 
  • ১.Amazone Kindle Direct Publishing এই প্লাটফর্মেও বই বিক্রি করে আয় করা যায়। এই প্লাটফর্মে আপনি আপনার ই-বুক আপলোড করে বিশ্বব্যাপী বিক্রি করতে পারবেন। বিক্রি হলে প্রতিটি কপির ৩৫% থেকে ৭০% রয়ালিটি আয় পাবেন। 
  • ২.Google Play Books ও Apple Books এই প্লাটফর্মেও বই বিক্রি করে আয় করা যায় এবং আপনি যদি বিশ্বব্যাপী পাঠকের কাছে পৌঁছাতে চান, তাহলে এগুলো ভালো একটি অপশন। 
  • ৩.Own Website বা Facebook Page  আপনার নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে বই বিক্রি করতে পারেন। যারা বাংলা ভাষায় ই-বুক চান, তাদের জন্য এটি বেশি কার্যকর। 
ই-বুক রাইটিং আজ শুধু একটি শখ নয়, বরং একটি স্থায়ী প্যাসিভ ইনকামের উৎস। চ্যাট জিপিটির, ব্যবহার করে আপনি দ্রুত, সহজ এবং মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারবেন যেটি বিক্রি করে মাসিক আয় শুরু করা সম্ভব। একটু ধৈর্য, সৃজনশীলতা এবং সঠিক গাইডলাইন থাকলে আপনি একজন সফর ই-বুক লেখক হয়ে উঠতে পারেন।  

রিসার্চ পেপার ও ব্লগ পোস্ট লিখে ইনকাম

বর্তমান যুগে ডিজিটাল দক্ষতা আর কৃত্রিম বুদ্ধিমত্তা মিলে এনে দিয়েছে নতুন নতুন অনেক আয়ের পথ। বিশেষ করে রিসার্চ পেপার ও ব্লক পোস্ট লেখার মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব হচ্ছে। এই কাজে অন্যতম কার্যকর সহায়ক হিসেবে কাজ করছে চ্যাট জিপিটি। এই টুলটি শুধুমাত্র সময় বাঁচায় না, বরং তথ্য সংগ্রহ, গঠন ও প্রুফ রিডিং সব কিছুতেই সাহায্য করে। আয় করতে পারেন। 
রিসার্চ-পেপার-ও-ব্লগ-পোস্ট-লিখে-ইনকাম
রিসার্চ পেপার লেখায় চ্যাট জিপিটির ভূমিকা সম্পর্কে বলতে গেলে বলতে হয় রিসার্চ পেপার মূলত তথ্যভিত্তিক, বিশ্লেষণধর্মী, এবং নির্ভরযোগ্য সূত্র সমৃদ্ধ হতে হয়। এ ক্ষেত্রে চ্যাট জিপিটি হতে পারে একটি শক্তিশালী সহায়ক। 

চ্যাট জিপিটিতে যেভাবে রিসার্চ পেপার তৈরি করবেনঃ

  • ১ চ্যাট জিপিটিকে দিয়ে ট্রেন্ডিং বা জনপ্রিয় রিসার্চ টপিক জানতে পারেন।
  • ২ তথ্য সংগ্রহ ও ধারণা তৈরি করতে সাহায্য নিতে পারেন এতে করে প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারেন দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে।
  • ৩ রেফার ও ফরমেটিং এর কাজও চ্যাট জিপিটি দিয়ে করে নিতে পারেন চ্যাট জিপিটি  APA, MLA ইত্যাদি ফরমেটে আলাদা ভাবে রেফারেন্স বানিয়ে দিতে পারে।

ব্লগ পোষ্ট লেখাই চ্যাট জিপিটির ব্যবহার

ব্লগ পোস্ট লেখার সময় সবচেয়ে বেশি দরকার হয় ক্রিয়েটিভ আইডিয়া, পাঠক বান্ধব লেখা ও এসিও ফ্রেন্ডলি লেখা। চ্যাট জিপিটি এক্ষেত্রে এক্সপার্ট লেভেলের সহযোগিতা দিতে পারে। চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে ব্লগ পোষ্ট তৈরি করবেন তা নিচে দেওয়া হলোঃ 
  • ১ ব্লগ পোস্টের জন্য টপিকের আইডিয়া বের করা।
  • ২ আউটলাইন তৈরি করা ব্লগের জন্য সুন্দর গঠন তৈরি করে নিতে পারেন।
  • ৩ চ্যাট জিপিটির মাধ্যমে সম্পূর্ণ কনটেন্ট লিখে নিতে পারেন। 
  • ৪ চ্যাট জিপিটির টাইটেল ও মেয়েটা ডেসক্রিপশন সাজেশনওচ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারেন।গুগোলের রেংক করার জন্য প্রয়োজনীয় হেডলাইন, সাভেডিং ও মেটা ডেসক্রিপশন সাজেস্ট করে নিতে পারেন। 
চ্যাট জিপিটির মাধ্যমে রিসার্চ পেপার ও ব্লগ পোস্ট লেখা এখন শুধু সময় সাশ্রয়ী নয়, বরং অর্থ পাঠানোর একটি চমৎকার উপায়। আপনি যদি একটু মনোযোগ ও স্মার্ট প্ল্যানিং দিয়ে কাজ করেন, তবে ঘরে বসেই বসে হাজার ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব। এই ডিজিটাল যুগে লেখালেখি আর কেবল শখের বিষয় নয় - এটি হতে পারে আপনার ক্যারিয়ার ও আয় উপার্জন এর অন্যতম একটি মাধ্যম।

প্রোডাক্ট রিভিউ লিখে ইনকাম

বর্তমান ডিজিটাল দুনিয়ায় পন্য কেনার আগে প্রায় সবাই গুগল বা ইউটিউবে প্রোডাক্ট এর রিভিউ খোঁজ করে। আর এই সুযোগেই অনেকে প্রোডাক্ট এর রিভিউ লিখে আই করছেন অনলাইন থেকে। আর এই কাজে দুর্দান্ত সহায়তা করছে চ্যাট জিপিটি। এটি আপনার জন্য এমনভাবে রিভিউ তৈরিতে সাহায্য করবে যেন আপনি একজন পেশাদার কন্টেন্ট রাইটার। চলুন ধাপে ধাপে জেনে নেই কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে প্রোডাক্ট রিভিউ লেখা যায় এবং সেখান থেকে আয় করা যায়।
প্রোডাক্ট রিভিউ সম্পর্কে লিখার আগে আপনাকে জানতে হবে মানুষ কেন প্রোডাক্ট রিভিউ পড়ে। প্রোডাক্ট রিভিউ হল একটি পণ্যর বিস্তারিত মূল্যায়ন যেখানে পণ্যর বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা, ব্যবহারিক অভিজ্ঞতা ও কেনার পরামর্শ থাকে। মানুষ এসব রিভিউ করে সিদ্ধান্ত নেয় কোন পণ্যটা ভালো, কোনটা তাদের প্রয়োজন মেটাবে এবং কেনা উচিত হবে। 

চ্যাট জিপিটির সাহায্যে প্রোডাক্ট রিভিউ কিভাবে লিখবেন

  • ১ প্রথমে আপনাকে একটি প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা সম্পর্কে আপনি লিখবেন। এটা হতে পারে ইলেকট্রনিক্স কোন পণ্য যেমনঃ মোবাইল ফোন, হেডফোন ইত্যাদি আরো আনুষাঙ্গিক বিষয়াদি। 
  • ২ সেট জিপিটি ব্যবহার করে পণ্যের প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন প্রোডাক্টের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে। 
  • ৩ ভালো একটি রিভিউ কাঠামো তৈরি করতে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। একটি ভালো প্রোডাক্ট রিভিউয়ে সাধারণত কিছু অংশ থাকে যেমনঃ পন্যর সংক্ষিপ্ত পরিচয়, মূল ফিচার সমূহ, ব্যবহারের অভিজ্ঞতা বা পারফরম্যান্স, ভালো দিক ও খারাপ দিক, কেন এই প্রোডাক্টটি কিনবেন বা কেন কিনবেন না, শেষ মন্তব্য। চ্যাট জিপিটি এই প্রত্যেকটি অংশ আপনাকে বুঝিয়ে লিখে দিতে পারে। 
  • ৪ চ্যাট জিপিটির লেখা থেকে নিজের মতো করে কিছু তথ্য সংযোগ বা বাদ দিয়ে রিভিউটি কে মানুষের মত করে সাজান। প্রয়োজনে কিছু বাস্তব ব্যবহারকারীর রিভিউ দেখে সেটি যুক্ত করুন যাতে রিভিউটি আরও বিশ্বাসযোগ্য হয়। 

কিভাবে ইনকাম করবেন প্রোডাক্ট রিভিউ থেকে

  • যখন আপনি কোন প্রোডাক্টের রিভিউ দেন, তখন সেই প্রডাক্টের এমাজন/দারাজ/অনলাইন শপের এফিলিয়েট লিংক যুক্ত করতে পারেন। যদি কেউ আপনার লিংক দিয়ে সেই পণ্যটি কিনে, তাহলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন। 
  • ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম এ ক্লায়েন্টদের জন্য রিভিউ কন্টেন্ট লিখে আয় করা যায়। অনেক অনলাইন স্টোর আছে যারা পেইড রিভিউ লেখার জন্য ভালো মানের রাইটার খোঁজে করে। 
  • আপনি চাইলে নিজের ব্লগ একাউন্ট খুলে সেখানে রিভিউ প্রকাশ করে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারেন। 
  • ইউটিউব বা ফেসবুক পেজ খুলে ভিডিও আকারে রিভিউ প্রকাশ করে ইনকাম করা সম্ভব।
চ্যাট জিপিটির সাহায্যে প্রোডাক্ট রিভিউ লেখা এখন আর কঠিন নয়। আপনি চাইলে ঘরে বসে, অল্প সময়ে, নিখুঁত ও প্রফেশনাল মানের রিভিউ লিখে অনলাইন ইনকামের পথ খুলে নিতে পারেন। শুধু দরকার একটু ধৈর্য, নিয়মিত চর্চা এবং চ্যাট জিপিটিকে সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা। সঠিক কৌশলে আপনি হতে পারেন একজন সফল রিভিউ রাইটার এবং ডিজিটাল আয়ের একজন স্মার্ট উদ্যোক্তা।

শেষ কথাঃ চ্যাট জিপিটি ব্যাবহার করে মাসে ৩০ হাজার টাকা ইনকামের ৫টি সহজ উপায়

চ্যাট জিপিটি ব্যবহার করে ঘরে বসেই মাসে ৩০ হাজার টাকা আয় করা এখন আর কল্পনা নয়, বরং একেবারেই বাস্তব। কনটেন্ট রাইটিং, প্রোডাক্ট রিভিউ, ব্লগিং, ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং, কিংবা ফ্রিল্যান্সিং এই প্রতিটি ক্ষেত্রেই সেট ডিপিটি হতে পারে আপনার দক্ষ্য সহকারী। শুধু সঠিক কৌশল ও নিয়মিত চর্চার মাধ্যমে আপনি নিজের জায়গা তৈরি করে নিতে পারেন এই প্রতিযোগিতা মূলক অনলাইন প্লাটফর্মে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট উপায় এ ইনকামের সুযোগ আজ আপনার হাতের মুঠোয়।

নতুন কিছু শেখার আগ্রহ এবং নিয়মিত চর্চায় আপনাকে সফলতার পথেই এগিয়ে নেবে। শুভকামনা রইল আপনার ডিজিটাল যাত্রায় স্বপ্ন দেখুন, শিখুন, আয় করুন। আবার দেখা হবে নতুন টপিকে সুস্থ্য থাকুন, ভালো থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অল অভার বিডি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।;

comment url